ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয় , কিন্তু মন না থাকলে মানুষ হয় না

প্রাণ থাকলেই প্রাণী হয় ,
কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

মূলভাব: মানুষের মূল্যায়নের মানদণ্ড তার মন বা হৃদয় । সুন্দর মন ছাড়া সুন্দর মানুষ হওয়া যায় না ।

সম্প্রসারিত ভাব : মানুষ হিসেবে নিজের পরিচয় প্রদানের জন্যে মানুষকে মহৎ গুণাবলির অধিকারী হতে হয় । কেবল প্রাণ থাকলেই মানুষ নামের যোগ্য হওয়া যায় না । অপরাপর প্রাণীর প্রাণ আছে , মানুষেরও প্রাণ আছে । প্রাণের দিক দিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে কোনো রকম পার্থক্য নেই । কিন্তু মানুষের মধ্যে কতকগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না । এখানেই মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য । মানুষের যে মন আছে তা অন্য প্রাণীর না থাকায় মানুষের মহৎ গুণাবলি অর্জনের সুযোগ ঘটে , তা অন্য কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে না । মানুষ মনের সাহায্যে ভালো - মন্দ , ন্যায় - অন্যায় , দোষ - গুণ , ভুলত্রুটি বিবেচনা করতে পারে এবং মহৎ গুণাবলি অর্জন করে যথার্থ মনুষ্যত্বের অধিকারী হতে পারে । মনের বিকাশ সাধনের মাধ্যমে যথার্থ মানুষের মর্যাদা লাভ করা যায় । কিন্তু মনের অভাবে প্রাণীদের পক্ষে তা সঙ্ক নয় । মন বা বিবেক এমন এক অমূল্য সম্পদ যার প্রভাবে মানুষ প্রাণী হয়েও মানুষ নামে পরিচিত এবং প্রাণীর শুধু প্রাণ আছে বলেই তারা প্রাণী । কিন্তু মানুষ যখন মনের দিক দিয়ে হীন হয়ে যায় তখন অন্যান্য প্রাণী ও তার মধ্যে পার্থক্য ঘুচে যায় । মানুষ যখন মনুষ্যত্ব হারায় তথা মনের সৌন্দর্য হারিয়ে ফেলে , তখন শ্রেষ্ঠত্বের আসন থেকে গতিত হয়ে সে নেমে আসে পশুদের কাতারে । তাই মানুষ অর্থ প্রাণসর্বস্ব জীবমাত্র নয় । মানুষ মানে মনুষ্যত্ব তথা মনের সৌন্দর্যে অলঙ্কৃত মানুষ । নিৰ্গুণ মানুষ প্রকৃত বিচারে প্রাণসবর্ষ পদার্থ মাত্র । তার কোনো মানবিক মূল্য নেই । মানুষের বিচার - বুদ্ধি ও নৈতিক মূল্যবোধ তার জীবন - সম্পদ । তাই সবার উচিত মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলা ৷

মন্তব্য : মনের উপস্থিতির কারণে মানুষ জগতে শ্রেষ্ঠ প্রাণী । তাই মানুষের উচিত মনুষ্যত্ব সম্পন্ন হয়ে শ্রেষ্ঠ প্রাণীর মর্যাদা অক্ষুন্ন রাখা।

ভিডিও দেখুন



আরো পড়ুন: