পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই | ভাব সম্প্রসারণ
পড়িলে বই আলোকিত হইনা পড়িলে বই অন্ধকারে রই ।
মূলভাব : শিক্ষাই আলো । আর শিক্ষার আলো ছড়ানোর একমাত্র উপকরণ হলো বই । তাই মানত্মার বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই ।
সম্প্রসারিত ভাব : শিক্ষার আলো ছাড়া কোনো মানুষ যথার্থ মানুষ হতে পারে না । পৃথিবীতে শিক্ষা বা জ্ঞানই একমাত্র সম্পদ যা জীবনের মতো মহামূল্যবান । জীবন ছাড়া যেমন দেহ মূল্যহীন , শিক্ষা ছাড়া তেমনি জীবনেরও কোনো মূল্য নেই । যে ব্যক্তি শিক্ষার আলো হতে বঞ্চিত , তার মনুষ্য জীবন ব্যর্থ । শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষ চরম দুর্ভাগ্যের মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে । আর বই পড়ে মানুষ জ্ঞান নামক মহামূল্যবান সম্পদ অর্জনে সক্ষম হয় । বই পড়ে মানুষ জ্ঞান - বিজ্ঞানের আলোয় আলোকিত হয় । তাই উন্নত জীবন গঠন এবং মানবিক মূল্যবোধ অর্জনে বই পড়া অত্যাবশ্যক । কেননা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষ পরিবার । সমাজ তথা জাতির জন্য বোঝা স্বরূপ । মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য জ্ঞানার্জন করা প্রয়োজন । শিক্ষার আলো না পেলে ব্যক্তি মানুষ যেমন বিকশিত হয় না , তেমনি দেশ ও সমাজ উন্নতি করতে পারে না । বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশই আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বই পড়ার প্রতি গুরুত্বারোপ করছে । জাতীয় জাগরণে বই পড়া অপরিহার্য । নিরক্ষরতা মানব জীবনের সবচাইতে বড় অভিশাপ । আর অক্ষর জ্ঞান অর্জন করেও যারা বই পড়ে জ্ঞানার্জন করে না তারা জাতির আরও বেশি বড় অভিশাপ । শিক্ষা - বিবর্জিত মানুষ জাতিকে পিছিয়ে দেয় । জাতিকে পরিণত করে ন্যুজ গর্বহীন ও দীপ্তিহীন জনগোষ্ঠীতে । এ ক্ষেত্রে বই আলোকবর্তিতা নিয়ে মানুষের নিকট উপস্থিত হয় । মূলত বই পড়ার মাধ্যমে তৈরি আলোকিত মানুষই পারে সব কুসংস্কার , জড়তা দূর করে জাতিকে গতিশীল করতে । তাই জাতয়ি উন্নতি নির্ভর করে আলোকিত মানুষের ওপর । আর আলোকিত মানুষ গড়তে হলে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হতে হবে । তা না হলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে ।
মন্তব্য : প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে ।
ভিডিও দেখুন
আরো পড়ুন:
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!