সারাংশ লিখন: মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ , অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন
অর্থ অনর্থের মূল
প্রদত্ত অনুচ্ছেদ
মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ , অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন । কিন্তু জগৎ এমনি ভয়ানক স্থান যে , টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই- সমাজে নাই , স্বজাতির নিকট নাই , ভ্রাতা - ভগ্নির নিকট নাই , স্ত্রীর নিকট নাই । স্ত্রীর ন্যায় ভালবাসে , বলতো জগতে কে আর আছে ? টাকা না থাকিলে অমন অকৃত্রিম ভালবাসারও আশা নাই , কাহারো নিকট সম্মান নাই । টাকা না থাকিলে রাজায় চিনে না , সাধারণে মান্য করে না , বিপদে জ্ঞান থাকে না । জন্মমাত্র টাকা , জীবনে টাকা , জীবনান্তেও টাকা , জগতে টাকারই খেলা ।
উক্ত অনুচ্ছেদর পরিপেক্ষিতে ২টি সারাংশ দেওয়া হল:
সারাংশ লিখন→ ১
অর্থকে অনর্থের মূল বলা হলেও , অর্থই জগতের সারবস্তু । মান , সম্মান ও প্রতিপত্তির মূলে আছে টাকা । টাকা না থাকলে আত্মীয়স্বজন , প্রিয়জন , এমনকি স্ত্রী পর্যন্ত অবজ্ঞার চোখে দেখে থাকে । জগতে জন্ম হতে মৃত্যু পর্যন্ত টাকার ভূমিকাই প্রধান ।
সারাংশ লিখন → ২
মুখে অনেকেই টাকাকে উড়িয়ে দিলেও দেখা যায় যে , টাকা না থাকিলে সাংসারিক ও সামাজিক জীবনে সম্মান , ভালবাসা , শ্রদ্ধা ইত্যাদি কোনটাই লাভ করা যায় না । জন্ম হইতে সারাজীবন ব্যাপি আপদে - বিপদে , এমনকি মৃত্যুর পরেও সকলেরই টাকার প্রয়োজন হয় ।
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!