তোমার কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো
কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে প্রতিবেদন
বিষয় : কলেজে বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কিত প্রতিবেদন ।
জনাব ,
আপনার নির্দেশ মোতাবেক অত্র কলেজে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ সংক্রান্ত প্রতিবেদন নিম্নে পত্রস্থ করা হলো :
১. বাংলা নববর্ষ আবহমান বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক । এ ঐতিহ্যকে লালন করেই বাঙালি সংস্কৃতি তার আপন পথে অগ্রসর হয় ।
২. অন্যান্য বছরের তুলনায় এবার বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে অধিকতর বিস্তারিত কর্মসূচি গৃহীত হয় । অনুষ্ঠানে ছাত্র - ছাত্রীসহ সাধারণ নাগরিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য ।
৩ . অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশাত্মবোধক গানের আসর , নাটিকা , রেলি ও আলোচনাসভা ।
৪. সকাল ৯ টায় নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় । সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে দেশাত্মবোধক গানের আসর শুরু হয় । কলেজের ছাত্র - ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয় । বেলা সাড়ে ১১ টায় একাঙ্কিকা মঞ্চায়িত হয় । কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল বারী সাহেব রচিত ‘ নববর্ষ ’ একাঙ্কিকাটি ছিল আকর্ষণীয় । বিকেল চারটায় ‘ বাঙালি ও বাংলা নববর্ষ ' শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন ।
৫ . বর্ষবরণের অনুষ্ঠানমালার বিশেষ লক্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা । ছেলেরা পাজামা - পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে অনুষ্ঠানমালায় যোগ দেয় । মাতৃভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি তাদের যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তার প্রমাণ পাওয়া যায় অনুষ্ঠানমালায় তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ।
৬ . অনুষ্ঠানমালায় কিছু অব্যবস্থাপনা লক্ষ করা গেছে । যেমন- পাশ্চাত্য সংস্কৃতির বেশভূষা । বিশেষ করে অনেক শিক্ষকের পোশাক আশাক বাঙালি সংস্কৃতি ও বাংলা নববর্ষের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না । শিক্ষকমণ্ডলী ভবিষ্যতে এ ব্যাপারে সচেতন হলে ভালো হয় ।
৭. ভবিষ্যতে অনুষ্ঠানমালাকে আরও সাফল্যমন্ডিত করে তোলার জন্য যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে । নববর্ষ উপলক্ষ্যে কলেজ মাঠে একটি বৈশাখী মেলার আয়োজন করা যেতে পারে ।
আরো পড়ুন:
- ' যানজট একটি ভয়াবহ সমস্যা ' এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
- খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার ' শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
- কলেজ ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন প্রণয়ন করো।
- তোমার দেখা একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!